হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সবজি ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জ জেলা জজ আদালত। ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় নাজমুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার মামলায় ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বলেন, সবজি ব্যবসায়ী হত্যা মামলায় মোট আসামি সাতজন। তাঁদের মধ্যে সাইফুল ইসলাম নামের একজন মৃত্যুবরণ করায় তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া, তাঁর ভাই বাবু, হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, দরগাপাড়া এলাকার মৃত মজিবর শেখের ছেলে মোজাহিদ, মাদারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও রামনগর (হাটবাড়ি) গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মিলন সরকার।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাজমুল ইসলাম একজন সবজি ব্যবসায়ী। তিনি নওগাঁ জেলার চকগৌরী বাজার থেকে সবজি কিনে ঢাকার বাইপাইল এলাকায় আড়তে বিক্রি করতেন। ২০১৭ সালের ১০ আগস্ট চকগৌরী হাট থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা দেন নাজমুল। ১১ আগস্ট নাজমুল ইসলাম মোবাইল ফোনে তাঁর স্ত্রীকে জানান কিছু মালামাল বিক্রি হয়েছে। বাকি মালামাল বিক্রি হলে বাড়ির উদ্দেশে রওনা করবেন।

১১ আগস্ট রাত ১২টার দিকে নাজমুলের মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর স্ত্রীর মোবাইল ফোনে কল করে বলে, নাজমুলকে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে একটি কালো বড় মাইক্রোতে কিডন্যাপ করা হয়েছে। ৫০ হাজার টাকা পেলে ছেড়ে দেবে। তখন নাজমুলের স্ত্রী রাবেয়া টাকা কীভাবে পাঠাবে জানতে চাইলে পরের দিন ১২ আগস্ট একটি বিকাশ নম্বর দেবে বলে জানায়। রাতেই ঢাকা-বগুড়া মহাসড়কের রূপসী বাংলা খাবার হোটেলের পাশে বটগাছের নিচে নাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নাজমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সাতজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে শেষে আজ আদালতের বিচারক ছয় আসামির মৃত্যুদণ্ড দেন।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়