হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীর ওপর অভিমান করে জুয়েল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত জুয়েল উপজেলার চিয়ারিগ্রামের পূর্ব পাড়া গ্রামের মৃত লবিজ প্রামাণিকের ছেলে। 

মৃতের বড় ছেলে শিহাব উদ্দিন বলেন, আজ সকাল ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে বাবা তাঁর ঘরের মধ্যে বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। পরে আমি প্রতিবেশীদের ডেকে এনে দড়ি কেটে বাবার মরদেহ মাটিতে নামাই। গত ৬ মাস আগে মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাবা হতাশায় ভুগছিলেন। 
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যাওয়ার পর থেকে হতাশায় ভুগছিলেন জুয়েল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করে হয়। 

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআই-এ উত্তর খুঁজছিলেন এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল