হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার দায়ে শাহীন প্রামাণিক (২৭) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক জেসমিন আরা জাহান এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত শাহীন প্রামাণিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামাণিকের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ফারহান ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মহসীন খান রানা এসব তথ্য নিশ্চিত করেন। তাঁরা বলেন, দুটি ধারায় শাহীন প্রামাণিককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২০ আগস্ট রাতে র‍্যাব-১২ এর কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় শাহীন প্রামাণিককে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় র‍্যাব-১২-এর এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ শাহীন প্রামাণিককে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান