হোম > সারা দেশ > রাজশাহী

এলাকায় টিকটক শুটিং করায় যুবককে পেটালেন ইউপি সদস্য

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

টিকটক শুটিংয়ের নামে অশ্লীলতার অভিযোগে হাসমত আলী (২৫) নামের এক যুবককে পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহীর পুঠিয়ার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পচামাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

জানা যায়, কিছুদিন ধরে এলাকায় টিকটক ভিডিওর জন্য শুটিং করছেন শিলমাড়িয়া ইউনিয়নের আজহার আলীর ছেলে হাসমত আলী। এ শুটিংয়ে ছেলে ও মেয়ে একত্রে শুটিং করায় ক্ষুব্ধ হন শিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন। পরে ৭ থেকে ৮ জন লোক নিয়ে হাসমতকে মারধর করেন তিনি।

হাসমত আলী বলেন, 'আমি শর্টফিল্ম তৈরি করি। এ কারণে ফারুক মেম্বার আমার ওপর হামলা করছেন। গতকাল দুপুরে পচামাড়িয়া বাজারে বন্ধুদের সঙ্গে বসে ছিলাম। সে সময় লোকজন নিয়ে এসে তিনি আমাকে পিটিয়েছেন। ফারুক মেম্বার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।'

এ বিষয়ে ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, 'হাসমত আলী টিকটক তৈরির নামে এলাকার পরিবেশ নষ্ট করছে। কয়েক মাস থেকে গ্রামের রাস্তা-ঘাটে মেয়েদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করছে। গ্রামে এসব কর্মকাণ্ড বন্ধ করতে অনেকবার নিষেধ করা হলেও সে কারও কথাই মানছে না। যার কারণে গ্রামের লোকজন তাকে দুই-চারটা চড় থাপ্পড় মেরেছে।'

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, 'মারধরের বিষয়টি আহত হাসমত আলীর বাবা ফোনে আমাকে জানিয়েছেন। আমি তাঁকে আগে চিকিৎসা করাতে বলেছি।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার