হোম > সারা দেশ > নাটোর

সড়কে বিকল হয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারা দিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উল্টে পড়ে ছিল একটি ট্রাক। রাতে সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার নুরে আলম ফিলিং স্টেশনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (৩০)। তিনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

নুরে আলম ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সকালে মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। সারা দিন সেই ট্রাক রাস্তার ওপরেই ছিল। সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী বুঝতে না পেরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।’

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করিয়েছি। কিছুদিন হলো একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে ময়মনসিংহ জেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কিনে। ছেলে বলত, আর কয়েক দিন পরই পরিবারের হাল ধরবে, আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়ি আসল, কিন্তু লাশ হয়ে।’

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।’

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এনসিপি নেতা বললেন নির্বাচন হতে দেওয়া হবে না

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা