হোম > সারা দেশ > নাটোর

সড়কে বিকল হয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারা দিন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উল্টে পড়ে ছিল একটি ট্রাক। রাতে সেই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার নুরে আলম ফিলিং স্টেশনের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (৩০)। তিনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

নুরে আলম ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সকালে মহাসড়কে একটি ট্রাক উল্টে যায়। সারা দিন সেই ট্রাক রাস্তার ওপরেই ছিল। সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী বুঝতে না পেরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।’

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি। অন্যের বাড়িতে দিনমজুরি করে ছেলেকে রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করিয়েছি। কিছুদিন হলো একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে ময়মনসিংহ জেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিল। চাকরির সুবিধার্থে সে একটি মোটরসাইকেল কিনে। ছেলে বলত, আর কয়েক দিন পরই পরিবারের হাল ধরবে, আমার কষ্ট দূর হবে। কিন্তু সেই কষ্ট আর দূর হলো না। মায়ের কাছে ফোন করে বলেছিল, আমি বাড়ি আসছি। অথচ বাড়ি আসল, কিন্তু লাশ হয়ে।’

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘রাস্তার কাজ করা বিটুমিনবোঝাই ট্রাকটি বিকল হয়ে যায়। সেই বিটুমিন অপসারণ করতে সন্ধ্যা হয়ে যায়। নিহতের বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার