হোম > সারা দেশ > রাজশাহী

রাবি ছাত্রলীগের শীর্ষ দুই পদে ৯০ প্রার্থী, রুয়েটে ৪৭ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। রাবি ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৯০ জন পদপ্রত্যাশী তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর রুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৪৭ জন। 

রাবির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদি হাসান তাপস এবং রুয়েটের বিষয়টি নিশ্চিত করেছেন উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয়। তবে কোনো পদের জন্য কতটি জীবনবৃত্তান্ত জমা হয়েছে সেটি জানানো হয়নি। 

গতকাল শনিবার রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগের প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। এগুলো জমা নেন রাবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি ও আহসান হাবীব বাপ্পী। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা, বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

এদিকে রুয়েটের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় কমিটির উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় ও উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবিব আহসান। 

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট শাখার বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর বিকেলে রাবি শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয়। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার