হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকারী মদ্যপ বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় জনতার হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

আজ বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জনতা বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

আটক বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি (৪৩)। তিনি ভারতের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনস্টেবল।

স্থানীয়রা জানান, জহুরপুর সীমান্তের ১৯ নম্বর মূল পিলারের ৫ নম্বর সাব পিলারসংলগ্ন সাতরশিয়া এলাকায় কয়েকজন রাখাল গরু-ছাগল চরাচ্ছিলেন। একপর্যায়ে কিছু গবাদি পশু ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ সদস্য গণেশ মূর্তি তা তাড়াতে গিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি এক রাখালকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

পরে খবর পেয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেন।

বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আটকের সময় গণেশ মূর্তির সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ ছিল। তিনি ছিলেন মদ্যপ অবস্থায়। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার