হোম > সারা দেশ > পাবনা

ঢাকা থেকে নিখোঁজ দুই শিশু পাবনা থেকে উদ্ধার 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ঢাকা থেকে নিখোঁজ হওয়া দুই শিশুকে পাবনার ভাঙ্গুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল সোমবার সকালে বাবার কাছ থেকে ঈদের নতুন জামা কিনে নিতে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা।

দুই শিশুর বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবাড়িয়া গ্রামে। শিশুদের একজন ঢাকার দক্ষিণখান থানার আমতলা এলাকায় তার দাদা-দাদির সঙ্গে এবং অপরজন মা-বাবার সঙ্গে একই এলাকায় থাকত।

ভাঙ্গুড়া থানা-পুলিশ এবং শিশুদের পরিবার বলছে, বাবার কাছ থেকে ঈদে নতুন জামা কিনে নিতে গতকাল রোববার সকালে মুস্তাকিম তার চাচাতো ভাই জামিলকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। দুপুরের দিকে তারা জামালপুর যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্তনগর একটি ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে তারা জামালপুরের ট্রেনে না উঠে অন্য ট্রেনে করে উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনে নেমে পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই দুই শিশুকে ভাঙ্গুড়া বাস টার্মিনালে ঘোরাঘুরি করতে দেখে, ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ তাদেরকে থানায় নিয়ে যায়। পরে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আজ সকালে শিশুদের দাদা আব্দুর রহিমের কাছে শিশুদেরকে হস্তান্তর করা হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগত অর্থ থেকে ওই শিশুদের জন্য ঈদের নতুন জামা-কাপড় কিনে দেন।

দাদা আব্দুর রহিম জানান, তাঁর দুই নাতি সোমবার সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়। পরে তাদেরকে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে ভাঙ্গুড়া থানা-পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, তারা সেখানকার থানায় আছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা থেকে নাতিদের নিয়ে বাড়ি ফিরেছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া দুই শিশুকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যেহেতু ঈদের জামা কিনে নিতে গিয়ে নিখোঁজ হয়, তাই তাদের দুজনকেই ঈদের নতুন জামা-কাপড় কিনে দেওয়া হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা