হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ী পৌরসভার বিরুদ্ধে সওজের জায়গা দখলের অভিযোগ 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন। 

তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি। 

এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে। 

এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’ 

তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল