হোম > সারা দেশ > রাজশাহী

তরিক বাহিনীর ৩ সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ, উদ্ধার হয়নি অস্ত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তরিকুল ইসলাম ওরফে তরিক কারাগারে রয়েছেন। তরিক ছাড়াও তাঁর বাহিনীর আরও চারজন এখন কারাগারে। তাঁদের মধ্যে তরিকসহ বাহিনীর শীর্ষ তিনজনকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আবারও কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ এখনো তরিকের ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।

সন্ত্রাসী তরিক মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ছিলেন। গত বছরের ১৯ আগস্ট তাঁকে বহিষ্কার করা হয়। নির্মাণাধীন ভবন থেকে চাঁদা তোলা, ছিনতাই, গুলি ছোড়া, যাকে খুশি তাকে তুলে এনে কোপানো, মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে গত বছরের ৩ ডিসেম্বর ‘তরিক বাহিনীতে তটস্থ নেতা-জনপ্রতিনিধিরাও’ শিরোনামে আজকের পত্রিকার প্রথম পাতায় একটি সংবাদ ছাপা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তরিকের বিরুদ্ধে এখন ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে আকরাম হোসেন গুড্ডু নামের এক আওয়ামী লীগের কর্মীকে গুলি করার মামলায় তরিকসহ তাঁর বাহিনীর পাঁচজন এখন কারাগারে। গত সপ্তাহে মামলার তদন্তকারী কর্মকর্তা এই তিন আসামির রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার তাঁদের  জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আবারও কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থাকলেও মামলা চালাতে চায় না বাদীপক্ষ। বাইরে থাকা সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে ও মোটা অঙ্কের টাকার প্রলোভন দিয়ে আপস করে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মাসখানেক আগে মামলার বাদী গুলিবিদ্ধ হওয়া গুড্ডুর ভাই তারেক আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে আদালতকে জানান, তিনি মামলা চালাতে চান না, আপস করতে চান। তবে আদালত বলেছেন, যেহেতু গুড্ডুকে গুলির ঘটনা ঘটেছিল, তাই সন্ত্রাসীদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। সেটি এখনো উদ্ধার হয়নি। তাই এই মামলা আপস করে নেওয়ার কোনো সুযোগ নেই।

মামলাটি তদন্ত করছেন নগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান। তিনি বলেন, ‘মামলা মামলার গতিতে চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা চলছে।’ 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা