হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বেগুনের বস্তায় জীবন বাঁচে মা ও শিশুর

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ

মোসা. ডেইজি আরা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। চাকরি করেন ইসলামিক ফাউন্ডেশনে। গতকাল মঙ্গলবার তাঁর মাসিক মিটিং ছিল শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে মিটিংয়ে যোগ দিতে সকালে তাঁর ১৮ মাসের মেয়ে আফি খাতুনকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ আসেন। এরপর মিটিং শেষে আবার ফেরার পালা। তাড়াহুড়ো করে অটোরিকশাযোগে পৌঁছে যান বোগলা উড়ি ঘাটে। 

আজ সকালে ডেইজি আরা খাতুন আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কোলের শিশুকে নিয়ে বোগলাউড়ি ঘাটে পৌঁছান তিনি। এ সময় একে একে নৌকায় মালসহ যাত্রী ওঠাতে থাকেন মাঝি ইসমাইল হোসেন। মঙ্গলবার ২০ রশিয়ার হাট থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাল ভর্তি করে নৌকায়। এ ছাড়া গাদাগাদি করে ৪০-৫৫ জন মানুষ ওঠানো হয় নৌকাতে। এরপর এক কিলোমিটার পাড়ি দিয়ে মূল পদ্মায় পৌঁছে ৫০০ গজ ভেতরে যায়। এরপরেই প্রচণ্ড ঢেউ আর বাতাসে নৌকায় পানি উঠতে থাকতে। এ সময় পানি নিষ্কাশনের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা পানি নিষ্কাশনের মধ্যেই আবারও প্রচণ্ড জোরে আঘাত করে একটি ঢেউ। তাতেই তলিয়ে যায় নৌকাটি। এ সময় সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ সাঁতরে ওঠে তীরে, কেউবা আবার কোনো কিছুকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে। 

ডেইজি আরা খাতুন আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরে তাঁর কোলের শিশুটি হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পরে প্রায় ১৫ মিনিট পর শিশু আফিয়াকে নদীতে ভাসতে দেখেন তিনি। এ সময় চোখে পড়ে একটি বেগুনের বস্তা পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বস্তাটিকে কোনো রকমে আঁকড়ে ধরেন তিনি। সে বস্তার ওপর বসিয়ে দেন শিশু আফিয়াকে। আর নিজে কোন রকমে বস্তার এক কোন ধরে সাঁতার কাটতে থাকেন। প্রায় ঘণ্টা খানিক সাঁতার কাটার পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে শ্বশুর বাড়ি পাকার ২০ রশিয়া গ্রামে পৌঁছে দেন। 

ডেইজি বলেন, ভাবতে পারিনি প্রাণে বাঁচব। আমাদের আল্লাহ রক্ষা করেছে। নৌকা ডোবার ভয়াবহতায় সারা রাত ঘুমাতে পারেনি তাঁর পুরো পরিবার। 

আজ বৃহস্পতিবার ভোরে বোগলাউড়ি ঘাটে গিয়ে দেখা মেলে ডেইজি আরা খাতুনের বাবার সঙ্গে। বৃদ্ধ তাবারক হোসেন ঘুম থেকে উঠে উজিরপুর হতে রওনা দিয়েছেন মেয়ে ও নাতিকে দেখার জন্য। তিনি বলেন, মেয়ে এবং নাতি বেঁচে ফিরেছে এ জন্য মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। 

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে ফেরে আরও ২৫-৩০ জন। বেগুন ভর্তি বস্তা ধরে সাঁতার কেটে প্রাণে বাঁচেন মা ডেইজি ও তাঁর শিশু আফি। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার