হোম > সারা দেশ > রাজশাহী

২০ কেজির বাঘাইড় দেখতে মানুষের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।

গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।

বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি। 

১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে। 

মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’

১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’

স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজা ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ