হোম > সারা দেশ > রাজশাহী

২০ কেজির বাঘাইড় দেখতে মানুষের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ২০ কেজি ওজনের বাঘাইড় দেখতে মাছের বাজারে ভিড় করছেন মানুষ। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১ হাজার ২০০ টাকা কেজি।

গাইবান্ধা থেকে আসা শামসুল হক বিক্রির উদ্দেশ্যে ২০ কেজি ওজনের এই বাঘাইড়, ১৩ কেজি ওজনের বোয়াল এবং ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে আসেন উপজেলা সদরে। তিনি বলেন, এই মাছগুলো যমুনা নদীতে ধরা। গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে নিয়ে এসেছি।

বিক্রেতা কাতল মাছের দাম হাঁকান ৮০০ টাকা কেজি, বাঘাইড়ের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি এবং বোয়ালের দাম হাঁকান ১ হাজার ২০০ টাকা কেজি। 

১০ কেজি ওজনের কাতল বিক্রি করেন ৫০০ টাকা কেজি ও বোয়াল মাছ বিক্রি করেন ৭০০ টাকা কেজি দরে। 

মাছ দেখতে ভিড় করা ভাদরন্ড গ্রামের আসাদুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ এর আগে দেখিনি।’ মাছ নিবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নেওয়ার সামর্থ্য নেই তাই দাঁড়িয়ে দেখছি।’

১৩ কেজি ওজনের মাছ বোয়ালের ক্রেতা পাঁড়ইল গ্রামের সৈয়দ মুজিব বলেন, ‘বড় বেয়াল মাছ সচরাচর আমাদের এলাকায় পাওয়া যায় না। হাতের কাছে পেয়ে লোভ সামলাতে পারলাম না। ৭০০ টাকা কেজি দরে বোয়াল মাছ নিয়ে নিলাম।’

স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ধলু বলেন, ‘বড় মাছ আমাদের এলাকায় কম দেখা যায়। বড় মাছের স্বাদই অন্যরকম!’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ কেজি ওজনের বাঘাইড়ের দাম ৬৫০ টাকা উঠেছিল। তবে মাছ বিক্রেতা ৮০০ টাকা কেজি হলে ছেড়ে দিবেন বলে জানান।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার