হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনে পরাজিতরাই প্রতিমা ভাঙচুর করেছে: এমপি দবিরুল 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও-২ আসনে যারা নির্বাচনে বার বার হেরে যাচ্ছেন, এই এলাকায় যাদের দাঁড়ানোর ক্ষমতা নেই তাঁরাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন এ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম। 

আজ শনিবার দুপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি হরিবাসর মন্দিরে এ সভায় এ কথা বলেন। 

দবিরুল ইসলাম বলেন, ‘আমি যেহেতু আসনটি টানা ৩৫ বছর ধরে নির্বাচিত হয়ে আসছি। কোনোভাবেই তাঁরা আমাকে হারাতে পারছে না। তাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার লোভেই এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে। তবে প্রশাসন শিগগিরই তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনবে। এটি আমি বিশ্বাস করি।’ 

ঘটনাস্থল পরিদর্শনের সময় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পরিষদের সাধারণ সম্পাদক নীলকান্ত উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত রোববার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকেলে সিন্দুরপিন্ডি হরিবাসর পরিচালনা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ সিংহ বাদী হয়ে একটি মামলা করেন। আজ শনিবার দুপুর পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়