বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ রোববার তিনি আরএমপি সদর দপ্তর ও শাহ মখদুম থানায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার, সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার ও কুইক রেসপন্স টিমের (সিআরটি) কার্যক্রম পরিদর্শন করেন।
বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরএমপি সদর দপ্তরে পৌঁছালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পিটার হাস ভিকটিম সাপোর্ট সেন্টার ঘুরে দেখেন এবং কর্মরত নারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর এক মতবিনিময় ও পরিচিতি সভায় তাঁকে আরএমপির বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় পুলিশ কমিশনার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। এরপর দুপুরে পিটার হাস আরএমপি পুলিশ লাইনসে সিআরটি এবং বোম ডিস্পোজাল টিমের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর পিটার হাস সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার পরিদর্শন করেন।