হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রলীগে মাদকসেবীর কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

মাদকসেবীর কোনো স্থান ছাত্রলীগে নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বুধবার বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়ন আয়োজিত ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। 

খাদ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজি করে, নিজেদের মধ্যে দলাদলি করে কখনো ছাত্রলীগের কর্মী হওয়া যায় না। মানুষের বিপদে এগিয়ে এসে, ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করলে সকলে ওই নেতাকে ভালোবাসে। 

সাধন চন্দ্র বলেন, ‘আমি ছাত্রলীগের একজন সাধারণ সদস্য থেকে শুরু করেছিলাম। আজ প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি। আপনাদের দোয়ায় খাদ্য মন্ত্রণালয় শুদ্ধাচার প্রকল্প প্রণয়নে প্রথম স্থান অধিকার করেছে।’ 

ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ঐতিহ্যবাহী সংগঠনে কোনো চাঁদাবাজ, নেশায় জড়িত এমন কারও স্থান নেই। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ আসে তাকে বহিষ্কার করা হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা। আলোচনা সভা শেষে সাজেদুল ইসলাম সাজুকে সভাপতি ও বিবেক বর্মনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়