হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রবাসফেরত নারীর সঙ্গে প্রেমে ধরা খেয়ে আ.লীগ নেতার বিয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসফেরত এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে মহররম আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে উভয় পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। 

মহররম আলী নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মহররম আলীর সংসারে দুই সন্তান ও স্ত্রী রয়েছে। একই গ্রামের প্রবাসফেরত নারী তালাকপ্রাপ্তা। তাঁরও দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেম চলছিল। কিছুদিন আগে ওই প্রবাসী নারী বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। এরপর থেকেই মহররম আলী ওই নারীর বাড়িতে গোপনে যাতায়াত করতেন।

গত বৃহস্পতিবার রাতে মহররম আলী ওই নারীর সঙ্গে রাত্রি যাপন করতে গেলে বাড়ির লোকজন টের পান। তাঁরা প্রতিবেশী ও গ্রামের মাতবরদের খবর দেন। গ্রামের লোকজন এসে ওই নারীর ঘরে মহররমকে আটকে রাখেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উভয় পক্ষের অভিভাবকদের সম্মতিতে ৪ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মহররম আলী প্রবাসফেরত ওই নারীর কাছে প্রায়ই যাতায়াত করতেন। রাতে ওই নারীর ঘরে ঢুকলে স্থানীয়রা তাঁদের দুজনকে আটক করে বিয়ে পড়িয়ে দিয়েছেন। এ নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ