চাঁপাইনবাবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জুনায়েদ আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারি গ্রামের রায়হান আলীর ছেলে।
নিহত শিশুটির নানা ইসরাইল আলী বলেন, শুক্রবার সকালে বাড়ির উঠানে ভ্যানের চাকায় ব্যবহৃত স্পোক নিয়ে খেলা করছির জুনায়েদ। এ সময় বাড়ির বাইরের দেয়ালে লাগানো বিদ্যুতের বোর্ডে স্পোকটি ঢুকিয়ে দেয়। এতে বিদ্যুতায়িত হয় সে। বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় সে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।