হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার রাতে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার খলিফার ছেলে। তিনি উপজেলার বিভিন্ন হাটে শীতের কাপড় বিক্রি করতেন।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ণ কলস বেনেপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় (২২) ও সমেদ আলী শেখের ছেলে এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক হেকমত আলী শেখ (৬১)।

আহত অটোভ্যানের চালক হেকমত আলী বলেন, ‘আমরা উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি করে বাড়ি ফেরার পথে কয়েন বাজার এলাকায় পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে আমিসহ তিনজন আহত হই। আমাদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়