হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের তফসিল না হলেও ৯৯টি কেন্দ্রের প্রস্তুতি সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

শেরপুরে ভোটের প্রস্তুতি সভা করেছে জামায়াত। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা না করা হলেও মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার শেরপুর উপজেলায় ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতিমূলক সভা করেছে দলটি। আজ শনিবার উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শেরপুর-ধুনট নিয়ে গঠিত বগুড়া-৫ আসনের আওতায় শেরপুর উপজেলায় থাকা ৯৯টি ভোটকেন্দ্রের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০০ জন সাংগঠনিক দায়িত্বশীল এই প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান। সভাপতিত্ব করেন ওই আসনের সম্ভাব্য দলীয় প্রার্থী মো. হাবিবুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. নাজমুল হক, সহকারী সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আবদুল মান্নান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আবদুস ছাত্তার, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদের সদস্য সাইফুল ইসলাম ও আফছার আলী।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা এবং ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করাই এখন মূল লক্ষ্য। তাঁরা কর্মীদের উদ্দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনগণের সঙ্গে যোগাযোগ এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেন।

সভা শেষে আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম শুরুর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার