হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম আজিজুল ইসলাম (২০)। পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়বিশাকুল গ্রামে তাঁর বাড়ি।

গতকাল মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাবনা ছাড়া আজিজুল অন্য কোনো জেলায় যাননি। জ্বর হলে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে পরদিন রামেকে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে মঙ্গলবার দুপুরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তিনি সেখানেই মারা যান। আজিজুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।’ 

হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। রামেক হাসপাতালে চলতি মৌসুমে মোট ১ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো ১৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১৫৮ জনই নিজ নিজ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা অন্য কোনো জেলায় যাননি।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন