হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর এমপি ফারুকের কার্যালয়ের ম্যানহোলে অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই-তিন দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। এর আগে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা নানা আলামত সংগ্রহ করেন।

ওই ব্যক্তির নাম নয়নাল উদ্দিন (৬০)। রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়া মহল্লায় তাঁর বাড়ি। তাঁর মানিব্যাগে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। এর সূত্র ধরে তাঁর পরিচয় জানা যায়। তাঁর হাতে ঘড়ি ছিল, প্যান্ট-শার্ট পরা ছিলেন। তাঁর পকেটে একটি গুলের কৌটা, লাইটার, ছোট একটি কাঁচিসহ মানিব্যাগের ভেতর বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে।

মর্গে গিয়ে স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন। স্বজনেরা বলেন, নয়নালের স্ত্রী-সন্তান নেই। তিনি ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ দলের নেতাদের সঙ্গেই থাকতেন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী নিউমার্কেটের বিপরীতে এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে লাশটি উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা গেছে, একই সীমানা প্রাচীরের ভেতরে এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ১০ তলা থিম ওমর প্লাজা ও একতলা রাজনৈতিক কার্যালয়। থিম ওমর প্লাজার প্রথম থেকে সাত তলা পর্যন্ত শপিং মল। আর সপ্তম থেকে ১০ তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। এই ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন এমপি ফারুক।

এই ভবনের পাশেই এমপি ফারুকের রাজনৈতিক কার্যালয়। থিম ওমর প্লাজা ও রাজনৈতিক কার্যালয়ের মাঝামাঝি স্থানে পেছন দিকের সীমানা প্রাচীরসংলগ্ন ছোট একটি ম্যানহোল। সেখানেই পড়ে ছিল ওই ব্যক্তির লাশ। রাজনৈতিক কার্যালয় ও থিম ওমর প্লাজার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। যেখানে ম্যানহোল, সেই স্থানটিও ওপরে মোটা রডের নেট দিয়ে ঘেরা। দেয়াল টপকে কেউ সেখানে ঢুকতে পারবে না।

ওমর ফারুক চৌধুরী এবারও এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন। নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার পর তিনি তাঁর রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় বসছেন। প্রচুর লোকসমাগম হচ্ছে সেখানে। এই লাশের ব্যাপারে কথা বলতে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

থিম ওমর প্লাজার সিকিউরিটি ইনচার্জ জুবায়ের হোসেন বাপ্পী বলেন, প্রতিদিন সকালে নিরাপত্তা প্রহরীরা চারপাশ ঘুরে দেখেন। আজ মঙ্গলবার সকালে রোম্মান নামের একজন নিরাপত্তা প্রহরী রাজনৈতিক কার্যালয়সংলগ্ন শৌচাগারের ম্যানহোলে লাশটি পড়ে থাকতে দেখেন। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি এমপি ওমর ফারুক চৌধুরীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

থিম ওমর প্লাজার সামনের এক ব্যবসায়ী বলেন, এখানকার ব্যবসায়ীরাও ওই শৌচাগারে যান। আগে কখনো শৌচাগারের আশপাশে ব্লিচিং পাউডার ছিটানো দেখেননি। তবে আজ মঙ্গলবার ওই শৌচাগার ও ম্যানহোলের আশপাশে প্রচুর ব্লিচিং পাউডার ছিটানো দেখেছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগের লাশ। ম্যানহোল থেকে তোলার সময় কয়েক স্থানে শরীরের চামড়া উঠে গেছে। তাই কোনো আঘাত ছিল কি না তা বোঝা যায়নি। ময়নাতদন্তের পর এটি চিকিৎসকেরা বলতে পারবেন। আপাতত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন