হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী এবং গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন বেলকুচি উপজেলার বওড়া দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান (১৯), রায়গঞ্জের তবাড়ীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনে হিসাবরক্ষক ও বেলকুচি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩০)। 

বেলকুচি থানার উপপরিদর্শক সালাউদ্দিন আল মামুন বলেন, মোটরসাইকেল নিয়ে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি থেকে বওড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিন যুবক। তাঁরা বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি শাল বাগানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সোহান নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। 

অন্যদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, জাহাঙ্গীরসহ তিনজন একটি ব্যাটারিচালিত অটো ভ্যানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একতা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তবে ভ্যানের অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়