হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী এবং গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন বেলকুচি উপজেলার বওড়া দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান (১৯), রায়গঞ্জের তবাড়ীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনে হিসাবরক্ষক ও বেলকুচি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩০)। 

বেলকুচি থানার উপপরিদর্শক সালাউদ্দিন আল মামুন বলেন, মোটরসাইকেল নিয়ে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি থেকে বওড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিন যুবক। তাঁরা বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি শাল বাগানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সোহান নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। 

অন্যদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, জাহাঙ্গীরসহ তিনজন একটি ব্যাটারিচালিত অটো ভ্যানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একতা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তবে ভ্যানের অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার