সিরাজগঞ্জে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বর, কোর্ট এলাকা, চৌরাস্তার মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।
এদিকে বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
এ বিষয়ে সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর জাফর আহমেদ জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদরসহ সর্বত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও। এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে।