হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

জমির বিরোধ মেটাতে সালিসে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সালিসে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরও দুজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

নিহত যুবকের নাম আবদুল খালেক ওরফে টিংকু (৩৫)। তিনি ওই গ্রামের তবজুল হকের ছেলে। 

আহতদের মধ্যে দুজন হলেন তবজুল হক ও তাঁর ছেলে আবদুল মালেক। আরেক আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁরা বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নিহতের বাবা তবজুল আজকের পত্রিকাকে জানান, জমি নিয়ে তাঁর ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বিকেলে সালিস ডাকা হয়। সালিসের মাঝেই মন্টু, মামুন, সুমন, আজিম নামে কয়েকজন হঠাৎ করে দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালান। এতে ঘটনাস্থলেই টিংকু মারা যান। 

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় আজিম ও আলো নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার থেকে বলা হয়েছে হত্যা মামলা দায়ের করা হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা