হোম > সারা দেশ > রাজশাহী

রাবির আবাসিক এলাকার ফল বাগান ইজারা দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক এলাকার দুটি বাগান ইজারা বিদ্যালয়ের কৃষি প্রকল্প। নামমাত্র মূল্যে ক্যাম্পাসের বাগান ইজারা দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। এদিকে শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের বাগানের ফল শিক্ষার্থীরাই খাবেন ইজারা দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। 

শিক্ষার্থীরা বলছেন, নামমাত্র মূল্যে এভাবে ইজারা না দিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে ফলগুলো সংরক্ষণ করা; যাতে ফল পরিপক্ব হওয়ার পর সবার মধ্যে বিতরণ করা যায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পেছনের গোদাগাড়ী বাগানটি ৩১ হাজার টাকায় অহিদ আলী নামের এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। সেই সঙ্গে ক্যাম্পাসের বাকি বাগানগুলোও মাত্র ১০ হাজার টাকায় ইজারা নেওয়ার জন্যও তাঁকে অনুরোধও করা হয়।   

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘এত অল্প টাকা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কাজে আসে না। আর এই টাকা তাঁরা গ্রহণ করে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে তারা অনেকটা বাধ্য হয়েই নামমাত্র মূল্যে বাগানগুলো ইজারা দিয়ে থাকেন। কারণ অতিতে বিভিন্ন সময় বাগানগুলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা দখল করে।’ 

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসের ফল-ফলাদি শিক্ষার্থীরা খাবে এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এত স্বল্পমূল্যে বাগানগুলো ইজারা দিচ্ছে তা বোধগম্য নয়।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ক্যাম্পাসের ফল যেন কেউ অপরিপক্ব অবস্থায় পাড়তে না পারে এজন্য সংরক্ষণ করা উচিত। সেদিক বিবেচনায় ইজারা দেওয়া যুক্তিযুক্ত মনে হলেও নামমাত্র মূল্যে দেওয়া উচিত হয়নি। এর চেয়ে ফলগুলো সংরক্ষণে একটা পরিকল্পনা অবলম্বন করা উচিত। যাতে ফলগুলো পরিপক্ব ফল সকলের মধ্যে বিতরণ করা হয়।’ 

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের মূল এলাকার কোনো বাগান ইজারা দেওয়া হয়নি। সবগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে আগের বছর গাছে উঠে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। সেদিক বিবেচনায় ও ফল সংরক্ষণের জন্য আবাসিক এলাকার দুটো বাগান ইজারা দেওয়া হয়েছে। তবে সবাই সচেতন হয়ে পরিপক্ব হলে ফলগুলো পাড়া উচিত।’

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে