হোম > সারা দেশ > রাজশাহী

মাঝ পথে ট্রেনের যাত্রা বাতিল, টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিল কর্তৃপক্ষ

কামারখন্দ (সিরাজগঞ্জে) প্রতিনিধি

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেন সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নিয়েছে। পরে যাত্রীদের টিকিটের ৮০ শতাংশ ভাড়া ফেরত দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। সোমবার সকালে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেন প্রায় ১ হাজার যাত্রী নিয়ে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কিন্তু গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টার পরও ট্রেনটির যাত্রা শুরু হয়নি। এতে উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষ ট্রেনটির যাত্রা বাতিল করে। যাত্রীদের প্রতিটি টিকিটের ২০ শতাংশ কেটে রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়ে দেয়। পরে অনেক যাত্রী এই ট্রেনেই বাড়ি ফিরে যায় আবার অনেকে ভেঙে ভেঙে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। 

পাবনার মোহনপুরের স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী সোবাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কমিউটার ট্রেন জামতৈল স্টেশনে আসার পর প্রায় সাড়ে ৬ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। এতে অনেক যাত্রী উত্তেজিত হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ আমাদের টিকিটের ৮০ শতাংশ টাকা ফেরত দিলে সবাই থেমে যায়।’ 

চাটমোহর স্টেশন থেকে আসা এক যাত্রী বলেন, ‘জামতৈল স্টেশনে লোকাল ট্রেনটি সাড়ে ৮টায় এসে পৌঁছায় এখন ৩টা বাজে। কিছুক্ষণ আগে আমাদের ২০ শতাংশ টাকা রেখে ৮০ শতাংশ টাকা ফেরত দিয়েছে। দুপুরের আগে যদি ট্রেন কর্তৃপক্ষ বলত যে, ট্রেন আর যাবে না এবং টাকাটা যদি আগে ফেরত দিত তাহলে এতক্ষণে আমরা গন্তব্যে পৌঁছাতে পারতাম।’ 

শামীম নামের এক যাত্রী বলেন, ‘ট্রেনটির যাত্রা বাতিল করার কারণে ঝামেলায় পড়ে গেলাম। এখন কীভাবে পরিবার নিয়ে ঢাকায় যাব বুঝতে পারছি না।’ 

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘গাজিপুরের ধীরাশ্রমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

উল্লেখ্য ঢাকা কমিউটার ট্রেনটি বেলা ১২টার মধ্যে ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা। কিন্তু দুপুর ২টার পরও ট্রেনটি জামতৈল স্টেশনেই রয়েছে। ফলে ট্রেনটির যাত্রা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয় কমিউটার ট্রেনের কর্তৃপক্ষ।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা