হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লার বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি করা হয়।

এ সময় বাসা থেকে দুটি সোনার বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে। এএসআই আশরাফুল বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবার থাকেন। তিনি (ফেরদৌসী) রাজশাহী থেকে প্রতিদিন স্কুল করে এই বাড়িতে আসেন। পরে বিকেলে আবার চলে যান। রাতে বাড়িতে কেউ থাকে না।

স্বপন আরও বলেন, এই সুযোগে চোর রাতের কোনো এক সময় বাড়ির পূর্ব দিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আসবাব এলোমেলো। উত্তর দিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণের বালা, লকেট ও রুপার তোড়া। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন