হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লার বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি করা হয়।

এ সময় বাসা থেকে দুটি সোনার বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে। এএসআই আশরাফুল বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবার থাকেন। তিনি (ফেরদৌসী) রাজশাহী থেকে প্রতিদিন স্কুল করে এই বাড়িতে আসেন। পরে বিকেলে আবার চলে যান। রাতে বাড়িতে কেউ থাকে না।

স্বপন আরও বলেন, এই সুযোগে চোর রাতের কোনো এক সময় বাড়ির পূর্ব দিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আসবাব এলোমেলো। উত্তর দিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণের বালা, লকেট ও রুপার তোড়া। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান