হোম > সারা দেশ > রাজশাহী

সৎবাবা ও মামার বর্বরতা, মা হয়েছে কিশোরী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নানিবাড়িতে থাকার সময় মামার কাছে প্রায়ই ধর্ষণের শিকার হতো মেয়েটি (১২)। একপর্যায়ে সে গর্ভধারণ করে। বাচ্চা হয়। কিন্তু ডিএনএ পরীক্ষা করে দেখা যায়, সন্তানের বাবা কিশোরীর মামা নয়। অধিকতর তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, সৎবাবার ধর্ষণের ফলে মা হয়েছিল ওই কিশোরী। ইতিমধ্যে সৎবাবাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে রাজশাহীতে। অভিযুক্ত সৎবাবা রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজশাহী নগরের দরগাপাড়া-পাঠানপাড়া এলাকায় ভাড়া থাকেন তিনি। সৎবাবার কাছে ধর্ষণের শিকার হওয়ার সময় মেয়েটির বয়স ছিল ১২ বছর। এখন তার পুত্রসন্তানের বয়স ১ বছর ৯ মাস। মামার ধর্ষণের কারণে মেয়েটি গর্ভবতী হয়েছে ধারণা করে গ্রামের লোকেরা তাঁর সঙ্গে মেয়েটির বিয়েও দিয়েছেন।

তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনার রহস্য উদঘাটন করেছে। পিবিআই বলছে, সৎবাবার কাছে ধর্ষণের শিকার হয়ে মেয়েটি গর্ভবতী হলেও সে তার মামার মাধ্যমেও ধর্ষণের শিকার হয়েছে। তাই দুজনের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আজ রোববার রাজশাহী পিবিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ সালে ওই কিশোরী রাজশাহীর বাঘা উপজেলায় তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। সেখানে সে গর্ভবতী হয়ে পড়ে। পরে সে জানায়, ২০২১-২২ সাল পর্যন্ত নানাবাড়িতে থাকাকালে মেরে ফেলার ভয় দেখিয়ে মামা তাকে দিনের পরে দিন ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে ২০২২ সালের ২২ নভেম্বর এলাকার লোকজন ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে মামার সঙ্গে মেয়েটির বিয়ে দেয়। এ বিয়ে মানতে না পেরে মেয়েটি আত্মগোপন করে। পরবর্তী সময়ে মেয়ের মা তাকে রাজশাহী শহরের ভাড়া বাসায় নিয়ে আসেন। এরপর ২০২৩ সালের ৩ মার্চ মেয়েটি এক পুত্রসন্তান প্রসব করে।

এরপর ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ এপ্রিল মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তারা আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করে। এরপর আদালতের আদেশে ওই কিশোরী, তার সন্তান ও আসামির ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু দেখা যায়, আসামির সঙ্গে নবজাতকের ডিএনএ মিলছে না।

পরবর্তী সময়ে এ বিষয়ে অধিকতর তদন্ত শুরু করে পিবিআই। এরপর তারা জানতে পারে, মেয়েটির মা ২০২০ সালে তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে রাজশাহী শহরে ভাড়া থাকতেন। ২০২২ সালের রমজান মাসের শেষ সপ্তাহে তাঁর মেয়ে মায়ের সঙ্গে ঈদ করতে এসে প্রায় দুই মাস থাকে। মেয়েটি রাতে একই ঘরে ঘুমাত। আর তার মা ও সৎবাবা ঘুমাত মেঝেতে। সেখানেই ধর্ষণের শিকার হয় সে। এরপর সৎবাবার ডিএনএ পরীক্ষা করা হলে নবজাতকের ডিএনএর সঙ্গে মিল পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন জানান, মামার সঙ্গে ডিএনএ না মিললে মেয়েটির সঙ্গে তিনি আবার কথা বলেন। সে কোথায় কোথায় ছিল তা জানার চেষ্টা করেন। একপর্যায়ে সে জানায়, সে মায়ের বাড়ি এসে ২ মাস থেকেছে। তখন তিনি সৎবাবাকে সন্দেহ করেন। কিন্তু মেয়েটি জানায়, ঘুমের মধ্যে কিছু হয়েছে কি না, তা তার মনে নেই। পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষা করে তাঁরা নিশ্চিত হন।

পিবিআইয়ের পরিদর্শক জানান, ২১ জানুয়ারি অভিযুক্ত সৎবাবা রাজশাহী নগরের মুক্তমঞ্চ এলাকা থেকে গ্রেপ্তার করেন। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে তিনি সব স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠান।

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মেয়েটি আদালতে জবানবন্দি দিয়েছে, তার মামা তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে। আবার সৎবাবাও অপরাধ স্বীকার করেছেন। সৎবাবার ধর্ষণের কারণে মেয়েটি গর্ভবতী হলেও তার মামাও একই কাজ করেছেন। বর্তমানে তার মামা জামিনে আছেন। আর মেহেদী কারাগারে। এখন বিষয়টির তদন্ত চলছে। মেয়েটিকে দুজন ধর্ষণ করে থাকলে দুজনকেই অভিযোগপত্রে অভিযুক্ত করা হবে।

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

রাণীনগরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, আসনপ্রতি লড়ছেন ৫৫ জন

যমুনায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

‘মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে’ বাড়িতে গোখরা সাপ পুষছেন আশরাফুল

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন