হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানে আগুন, আহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামের সীমান্তবর্তী আইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

বনপাড়া ফায়ার সার্ভিস ও গুরুদাসপুর থানা সূত্রে জানা গেছে, প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে নাটোরে আসছিল। কাভার্ড ভ্যানটি গুরুদাসপুর ও বড়াইগ্রামের সীমান্তবর্তী আইড়মারি এলাকায় পৌঁছালে ২০-২৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে কাভার্ড ভ্যানটি থামায়। পরে গাড়ির চালক সাজদার রহমান (৩৮) ও তাঁর সহকারী আশিক হোসেনকে (২৩) বেধড়ক মারধর করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আগুনে কাভার্ড ভ্যানের ইঞ্জিন ও ক্যাবিন পুড়ে গেছে। তবে পেছনের অংশে ক্ষতি কম হয়েছে। আগুন লাগানোর কারণে সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় এবং আহত চালক ও সহকারীকে চিকিৎসার জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। গুরুদাসপুর, বড়াইগ্রাম ও হাইওয়ে থানার পুলিশ গিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, ঘটনার পরপরই তাঁরা গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে ইঞ্জিনের অনেকাংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। কীভাবে দিয়ে আগুন দিয়েছে তাও জানা যায়নি।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে নাশকতা করে পালিয়েছে। তাদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার