নওগাঁর রানীনগরে অবৈধভাবে গড়ে তোলা ভেজাল জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় চালানো অভিযানে কারখানায় তৈরি জুস ও অন্যান্য খাদ্যদ্রব্য ধ্বংসসহ প্যাকিং মেশিন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান বলেন, উপজেলার হরিষপুর মধ্যপাড়া গ্রামের মঈন মোল্লা নিজ বাড়িতে ভেজাল জুসসহ বিভিন্ন খাবার তৈরির কারখানা খুলে এসব পণ্য বাজারজাত করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মান্নান অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ সময় কারখানায় তৈরি ভেজাল জুসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। তা ছাড়া একটি প্যাকিং মেশিন জব্দ করে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।