হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি, ৩ যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক কলেজছাত্রীকে (১৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন কলেজছাত্রীর বাবা ও ভাই। এ ঘটনায় মামলার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কৈডাঙ্গা গ্রামের শুভ, তারেক ও নীরব।

এর আগে শনিবার ঈদের দিন বিকেলে উপজেলার বাওনজান রেলব্রিজ এলাকায় ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর ভাই-ভাবির সঙ্গে গ্রামের পাশে বাওনজান রেলব্রিজ এলাকায় ঘুরতে যান। এ সময় ওই গ্রামের বখাটে শুভ (১৯), নীরব (১৯), ঠান্টু, তারেক (২০) ও সাজু (২২) তাঁকে উত্ত্যক্ত করার একপর্যায়ে যৌন হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কলেজছাত্রীর ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ওই কলেজছাত্রীর বাবা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকেরা পালিয়ে যান। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ রোববার তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার