হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি, ৩ যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক কলেজছাত্রীকে (১৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন কলেজছাত্রীর বাবা ও ভাই। এ ঘটনায় মামলার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কৈডাঙ্গা গ্রামের শুভ, তারেক ও নীরব।

এর আগে শনিবার ঈদের দিন বিকেলে উপজেলার বাওনজান রেলব্রিজ এলাকায় ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর ভাই-ভাবির সঙ্গে গ্রামের পাশে বাওনজান রেলব্রিজ এলাকায় ঘুরতে যান। এ সময় ওই গ্রামের বখাটে শুভ (১৯), নীরব (১৯), ঠান্টু, তারেক (২০) ও সাজু (২২) তাঁকে উত্ত্যক্ত করার একপর্যায়ে যৌন হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কলেজছাত্রীর ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ওই কলেজছাত্রীর বাবা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকেরা পালিয়ে যান। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ রোববার তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা