হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি, ৩ যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক কলেজছাত্রীকে (১৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন কলেজছাত্রীর বাবা ও ভাই। এ ঘটনায় মামলার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কৈডাঙ্গা গ্রামের শুভ, তারেক ও নীরব।

এর আগে শনিবার ঈদের দিন বিকেলে উপজেলার বাওনজান রেলব্রিজ এলাকায় ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর ভাই-ভাবির সঙ্গে গ্রামের পাশে বাওনজান রেলব্রিজ এলাকায় ঘুরতে যান। এ সময় ওই গ্রামের বখাটে শুভ (১৯), নীরব (১৯), ঠান্টু, তারেক (২০) ও সাজু (২২) তাঁকে উত্ত্যক্ত করার একপর্যায়ে যৌন হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কলেজছাত্রীর ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ওই কলেজছাত্রীর বাবা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকেরা পালিয়ে যান। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ রোববার তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার