হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর পদ্মায় ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সেখানে মোট ছয়জন কিশোর নদীতে গোসল করতে নেমেছিল। চারজন উঠে এলেও দুজন পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। 

মৃত দুই শিক্ষার্থী হলো—বড়কুঠি এলাকার মো. সারিকের ছেলে মো. নীরব (১৫) এবং একই এলাকার মো. সায়েদের ছেলে মো. সায়ল (১৫)। সায়ল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলে এবং নীরব লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। 

ওসি মাজহারুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বড়কুঠি এলাকার ৬ জন কিশোর পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন তলিয়ে যায়। পরে অন্য চারজন উঠে এসে স্থানীয় লোকজনকে ডাকে। কিছুক্ষণ পর স্থানীয়রা পদ্মা নদী থেকে নীরব ও সায়লকে উদ্ধার করে।

এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর