জয়পুরহাট সদর উপজেলার বড় হেলকুণ্ডা এলাকা থেকে ৯০টি ট্যাপেন্টাডল বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার দুপুরে র্যাবের ক্যাম্প থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন শ্রী রণজিৎ চন্দ্র মালীর ছেলে রতন চন্দ্র মালী (৪২) এবং ইমাম আলীর ছেলে রাসেল হোসেন (২৪)। তারা দুজনেই সদর উপজেলার বড় হেলকুণ্ডা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৯০টি ট্যাপেন্টাডল বড়ি জব্দ করা হয়। এরপর জয়পুরহাট সদর থানায় মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।