হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে হেরোইনসহ ৩ যুবক আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা রাসেল আকন্দ (৩৩), লিমন হোসেন (২৯) ও শাজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের রানা (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশের একটি দল কানুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ২৬ গ্রাম, লিমনের কাছ থেকে ৩ গ্রাম এবং রানার কাছ থেকে ২ গ্রামসহ মোট ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার