হোম > সারা দেশ > রাজশাহী

বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ৯ জন আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ (৫৭) নয়জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘা পৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বিস্ফোরক আইনে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সরেরহাট গ্রামের সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মনিরুজ্জামান (৪২), মামুন মণ্ডল (৩৩), রব্বেল আলী (৩৫) ও মুর্শিদপুর গ্রামের জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।

তা ছাড়া পরোয়ানাভুক্ত আসামি বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), জাকের আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর ফেসবুকে লিখেছেন, ‘আমার ভাতিজার জানাজার প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সম্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজায় অংশ নেওয়ার মতো একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইনে (সংশোধনী/২০০২) ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার