হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু কারাগারে

বগুড়া প্রতিনিধি

আদালতে আজ রাগেবুল আহসান রিপুকে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় গ্রেপ্তার বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে।

এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার বগুড়া আদালতে আওয়ামী লীগ নেতাকে আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেজন্য আজ শুক্রবার বাড়তি সতর্কতায় রাগেবুল আহসান রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ একটি দল সাবেক সংসদ সদস্য রিপুকে গ্রেপ্তার করে।

এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপন করেন তিনি। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।

আরও পড়ুন:

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার