হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূ ওই গ্রামের নুরুন্নবী প্রামানিকের স্ত্রী ও বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মন্ডলের মেয়ে। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়। 

নিহতের শ্বশুর আব্দুল লতিফ প্রামানিক বলেন, ‘রোববার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে নুরুন্নবী বাড়ির পাশের একটি দোকানে যাই। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ছেলে দেখতে পায় সুরভী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকালেও দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢোকে নুরুন্নবী। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুরভীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ নামিয়ে রাখি।’ 

নুরুন্নবীর চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার মধ্যে মরদেহ ধোয়ানো শেষ হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪