হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূ ওই গ্রামের নুরুন্নবী প্রামানিকের স্ত্রী ও বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মন্ডলের মেয়ে। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়। 

নিহতের শ্বশুর আব্দুল লতিফ প্রামানিক বলেন, ‘রোববার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে নুরুন্নবী বাড়ির পাশের একটি দোকানে যাই। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ছেলে দেখতে পায় সুরভী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকালেও দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢোকে নুরুন্নবী। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুরভীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ নামিয়ে রাখি।’ 

নুরুন্নবীর চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার মধ্যে মরদেহ ধোয়ানো শেষ হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজা ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ