হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৩০, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া মহল্লায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। টানা তিন দিনের এই উত্তেজনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট ও অন্যান্য বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, হেলমেট ও লাঠিসোঁটা। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র সংঘর্ষে ব্যবহৃত হয়েছে কিংবা ভবিষ্যতে হামলার প্রস্তুতি হিসেবে মজুত করা হয়েছিল।

অভিযানের সময় যৌথবাহিনী ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া মহল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় এবং একাধিক বাড়িতে তল্লাশি চালায়।

স্থানীয়রা জানান, সংঘর্ষের জেরে কয়েক দিন ধরে পুরো এলাকা অঘোষিতভাবে অচল হয়ে পড়ে। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা এবং রাতের বেলায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। যৌথ বাহিনীর হস্তক্ষেপের পর কিছুটা স্বস্তি ফিরেছে, পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক হয়েছে।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর