হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

রেলওয়ের জমি

উচ্ছেদের পর ফের দখল অনিশ্চিত পার্কিং শেড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখলের চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৮ মাস আগে। সে লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু ৮ মাস যেতে না যেতেই অবৈধ দখলদারেরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে জমিতে ফের স্থাপনা নির্মাণ করছেন দখলদারেরা। ফলে পার্কিং নির্মাণের উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তাদের জোগসাজশে কাগজ তৈরি করে আবার ওই জমি দখলে নিয়ে মার্কেট নির্মাণ করছেন দখলদারেরা।

সরেজমিনে জানা যায়, রেলওয়ের জমি পুনর্দখল করছে সানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, গোলাম ফারুক, পলাশ, নুরুল ইসলাম চিনু, জিকো, ইউসুফ কবির, শওকত আলী, আব্দুল কাদের, আবুল কাশেম, আব্দুল মতিন, মনিরুল ইসলাম, জান মুহাম্মদ জানু, বাইরুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল মালেক, সেরাজুল ইসলামসহ অনেকে। সেই জমিতে মার্কেট নির্মাণ করেছেন অবৈধ দখলদার সানোয়ার হোসেন।

সানোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আমি বৈধভাবে রেলওয়ের জমি দখল করে আছি। ২০২৫ সাল পর্যন্ত আমার লিজের মেয়াদ আছে।’ তবে কী পরিমাণ জমি লিজ নেওয়া আছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি সরকারকে প্রতিবছর ২৩ হাজার টাকা খাজনা দিয়ে থাকি।’

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, ‘স্টেশনে ট্রেন থামলে চত্বরে প্রচণ্ড যানজট লাগে। এতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই আমরা রেল কর্তৃপক্ষের কাছে পার্কিংয়র জায়গা তৈরির জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ গত বছরের ২৬ সেপ্টেম্বর পার্কিং তৈরির জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু দীর্ঘ ৮ মাস ধরে অজ্ঞাত কারণে উচ্ছেদ করা জায়গা দখলে নেওয়া যাচ্ছে না।’

রেলবন্দর বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে শুরু থেকে যুক্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমদ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের অনীহা ও দখলদারদের দৌরাত্ম্য দুটোই হচ্ছে রেলওয়ে স্টেশন অবকাঠামো ও পার্কিং তৈরিতে বাধা। তা না হলে কেন গত বছরের ২৬ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানে কিছুটা সফলতার পরও তা ধরে রাখতে পারেননি রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা? প্রশাসন কঠোর হলে এখনো কাজটা বাস্তবায়ন অসম্ভব নয়।’

এ বিষয়ে পশ্চিম রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার বলেন, রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির জন্য ইতিমধ্যে নকশা তৈরির কাজ শুরু হয়েছে। অন্যান্য কাজ শেষ হলেই দরপত্র আহ্বান করা হবে। তারপরই কাজ শুরু হবে। তবে কবে নাগাদ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি ওই কর্মকর্তা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর