হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে আওয়ামী লীগ নেতা বাশার গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তাড়াশ থানা-পুলিশ উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাস্টারের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতার মামলার পলাতক আসামি ও দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা-পুলিশে খবর দেয়।

খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিণা এলাকা থেকে আওয়ামী লীগের নেতা আবুল বাশারকে গ্রেপ্তার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামী লীগের নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন