হোম > সারা দেশ > রাজশাহী

রাজনীতি করলে শিষ্টাচার মেনেই করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁরা রাজনীতি করবেন, রাজনৈতিক মঞ্চ, নিয়মকানুন মেনে চলবেন। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাঁদের আইনগতভাবে জবাব দেওয়া হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার মেনেই করতে হবে। এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। সেটা করলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে।’ 

আজ বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপি মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন। 

জামায়াত-শিবিরের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বলে কোনো কথা নেই। যাঁরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তিনি যে-ই হোন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং সেটা নিচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দরভাবে বীরত্ব এবং বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে এটা বারবার প্রমাণ করে যাচ্ছে।’ 

সীমান্ত হত্যা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে আলোচনায় তারাও অভিন্ন অভিমত দিয়েছে বর্ডার কিলিং বন্ধ করার ব্যাপারে। সীমান্তে নাশকতামূলক যে কর্মকাণ্ড হয়, তা তারা বন্ধ করবে। একই সঙ্গে তারা অবৈধ চলাচল বন্ধ করার ব্যাপারে আমাদের বলেছিল। আমরা তাদের বলেছিলাম, যে হাতিয়ারটা ব্যবহার করে, সেটা যেন এই ধরনের হাতিয়ার না হয়। সেটা তারা আমাদের ওয়াদা করেছে।’ 

মন্ত্রী বলেন, ‘বিজিবি-বিএসএফ সব সময় একটা কথা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা আমাদের অসন্তোষগুলো জানাই। তারাও তাদের সেগুলো জানায়। দুই দেশের সম্পর্ক সব সময় ভালো।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার