হোম > সারা দেশ > রাজশাহী

রাজনীতি করলে শিষ্টাচার মেনেই করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যাঁরা রাজনীতি করবেন, রাজনৈতিক মঞ্চ, নিয়মকানুন মেনে চলবেন। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাঁদের আইনগতভাবে জবাব দেওয়া হবে। রাজনীতি করতে হলে রাজনৈতিক শিষ্টাচার মেনেই করতে হবে। এর বাইরে অন্য কিছু করার সুযোগ নেই। সেটা করলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে।’ 

আজ বুধবার সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপি মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন। 

জামায়াত-শিবিরের মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির বলে কোনো কথা নেই। যাঁরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তিনি যে-ই হোন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং সেটা নিচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দরভাবে বীরত্ব এবং বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে এটা বারবার প্রমাণ করে যাচ্ছে।’ 

সীমান্ত হত্যা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে আলোচনায় তারাও অভিন্ন অভিমত দিয়েছে বর্ডার কিলিং বন্ধ করার ব্যাপারে। সীমান্তে নাশকতামূলক যে কর্মকাণ্ড হয়, তা তারা বন্ধ করবে। একই সঙ্গে তারা অবৈধ চলাচল বন্ধ করার ব্যাপারে আমাদের বলেছিল। আমরা তাদের বলেছিলাম, যে হাতিয়ারটা ব্যবহার করে, সেটা যেন এই ধরনের হাতিয়ার না হয়। সেটা তারা আমাদের ওয়াদা করেছে।’ 

মন্ত্রী বলেন, ‘বিজিবি-বিএসএফ সব সময় একটা কথা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা আমাদের অসন্তোষগুলো জানাই। তারাও তাদের সেগুলো জানায়। দুই দেশের সম্পর্ক সব সময় ভালো।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান