রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫ কেন্দ্রের মধ্যে ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ৫৩ হাজার ৯৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মাহমুদুল হাসান। তাঁর প্রাপ্ত ভোট ৪ হাজার ২৩৬। যদিও বরিশালের সিটি নির্বাচনের ঘটনা দেখিয়ে এ নির্বাচন বর্জন করেছে তাঁর দল।
আজ সারা দিন ভোট গ্রহণের পর বিকেল ৫টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এর আগে কয়েক দিন ধরে নৌকার প্রতিপক্ষ হিসেবে জাতীয় পার্টিকে ভাবা হলেও এখন পর্যন্ত ৫৬ কেন্দ্রের ফলাফলে নৌকার নিচে অবস্থান করছে ইসলামী আন্দোলনের হাতপাখা। এ ছাড়া লাঙল ৩ হাজার ৪২১ আর গোলাপ ফুল ৪ হাজার ২৩৪ ভোট পেয়েছে।