হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ওএমএস চালুর দাবিতে তাড়াশে বিক্ষোভ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের বারান্দায় সুবিধাভোগীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তরের আওতায় দুস্থদের মধ্যে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল বিতরণের দাবিতে বিক্ষোভ করেছেন শতাধিক সুবিধাভোগী নারী ও পুরুষ।

আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের বারান্দায় এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, ‘সরকার ওএমএসের আওতায় তাড়াশ পৌর সদরের তিনটি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল বিতরণ করায় আমরা গরিব মানুষ কম দামে চাল নিয়ে খাইতাম। কিন্ত গতকাল মঙ্গলবার থেকে চাল বিতরণ বন্ধ করা হয়েছে। এ কারণে চাল বিতরণ কার্যক্রম চালুর দাবিতে আমরা বিক্ষোভ করছি।’

তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইকবাল হোসেন বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিতরণ বন্ধ করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত। কিন্ত সকাল থেকে আমার অফিসে সুবিধাভোগীরা এসে বিক্ষোভ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুনুর রশিদ জানান, খোলাবাজারে চাল বিক্রি আবার চালু করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এখন কৃষকের ঘরে ঘরে ধান ও চাল রয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ রাখার। এখন চালু করা, না-করার সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার