সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে মো. আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরাফাত হোসেন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিলেন। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পুলক বলেন, সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাইওয়ে রেস্ট হাউসের পেছনে আরাফাতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাক-মুখ ইটের আঘাতে থেঁতলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।