হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বজ্রপাতে বেঁচে ফেরা মোফাজ্জল একাই ১২ লাশ টেনে তোলেন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

বর আবদুল্লাহ আল মামুনের সম্পর্কে দাদা মোফজ্জল হোসেন (৬৮)। আজ বৃহস্পতিবার ভোরে সূর্যনারায়ণপুরের জনতাপাড়ার বর আবদুল্লাহ আল মামুনের বাড়ীতে গিয়ে দেখা যায় ভাই শরিফুল ইসলামের কবরের পাশে বসে আছেন। 

গতকাল বজ্রপাতে ১৬ জন মৃত্যুর ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলে বুধবারের সেই ভয়াবহ ঘটনার বর্ননা জানা যায়। তিনি বলেন, নদী পথে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি বর এবং কনে আনার জন্য আলিমপুর ঘাট থেকে বেলা সাড়ে ১১টার দিকে ছেড়ে যায়। কনের বাড়ী পৌঁছানোর মাত্র আধা ঘন্টা আগেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। নৌকাতে পানি বাঁচানোর মত পলি বা তীরপাল না থাকায় বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় তেলি খাঁড়ি ঘাটে। সেখানে একটি টিনের ছাউনির নিচে গাদাগাদি করে সবাই আশ্রয় নিয়েছিলেন। 

মোফজ্জল হোসেন আরও জানান, টিনের ছাউনির নিচে আশ্রয় নেওয়ার মাত্র কয়েক মিনিট পরেই প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এসময় তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলে আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। যাদের মধ্যে ছিলেন, বরের পিতা শরিফুল ইসলাম, চাচাতো ভাই সজিব, নানা তোবজুল হক, নানী জমিলা খাতুন, মামা সাইদুল হক, মামি টকিয়ারা, খালাতো ভাই বাবুল, খালা ল্যাচন, মামাতো ভাই বাবুল, চাচাতো বোন মৌসুমি, দুলাভাই ডাকুরাজ, চাচা আলম, ফুফু বেলি, ফুফা টিপু এবং দুলাই সোহবুল। এই ১২ জনের মরদেহ ভাড়া করা নৌকায় একাই টেনে তুলেন তিনি। 

মোফজ্জল হোসেনের দাবি, বজ্রপাতে ঘটনাস্থলে এবং হাসপাতালে মারা যান মোট ১৭ জন। এছাড়া অসুস্থ হয়ে পড়েন আরও ১০-১২ জন। তাঁরা সবাই বরের আত্মীয় স্বজন। ঘটনাস্থলে যারা অসুস্থ হয়েছিলেন তাঁদের দ্রুত মেডিকেলে নেওয়া হলে আরও মৃত্যু কম হত। তেলি খাঁড়ির ঘাটে একেবারেই চরাঞ্চল এলাকা। আশপাশে কেও থাকে না। ঘটনা দেখতে পেয়ে অন্য নৌকার লোকজন এসে আহতদের উদ্ধার করে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর