হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সংঘর্ষ, আহত ১০ 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—মেম্বার পদপ্রার্থী আখের উদ্দিন, তাঁর সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর হোসেন, লিখন হোসেন, দেলোয়ার ও প্রিন্স। তাঁদের মধ্যে সাগর, লিখন, জুয়েল ও আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী আখের উদ্দিন (মোরগ) ও সোহেল রানার (ফুটবল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কেন্দ্রের বাইরে দুই পক্ষে আধা ঘণ্টা ধাওয়া চলে। দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মেম্বার পদপ্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। তবে কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। 

বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পল্লি উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন বলেন, যা কিছু ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এ জন্য ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভোট শুরুর প্রথম দিকে একটি অপ্রীতির ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ঘটনাটি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন