হোম > সারা দেশ > রাজশাহী

৫২ কেজি বোয়াল-কাতলা বিক্রি হলো ৪২ হাজার টাকায়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় ৫২ কেজি ওজনের চারটি মাছ ৪১ হাজার ৬০০ টাকায় টাকায় বিক্রি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আড়ানী পৌর বাজারের গুড় বাজারে মাছগুলো বিক্রি করা হয়।

জানা যায়, আবদুল মান্নান নামের এক মাছ ব্যবসায়ী চারটি মাছ ৩৫ হাজার টাকায় গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি ঘাট থেকে কিনে নেন। এরপর আজ সকাল সাড়ে ১০টায় আড়ানী পৌর বাজারে নিয়ে আসেন। এ সময় মাছগুলো দেখার জন্য ভিড় করে মানুষ। স্থানীয়রা ৮০০ টাকা দরে ক্রয় করেন। চারটি মাছের মধ্যে দুটি বোয়াল ও দুটি কাতলা মাছ ছিল। এর মধ্যে বোয়াল দুটির ওজন ২২ কেজি ও কাতলা দুটির ওজন ৩০ কেজি।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে মাছের ব্যবসা করি। আমার বাবাও মাছের ব্যবসা করতেন। ফুলবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদের বড় মাছ পেলেই রাজশাহী অঞ্চলে নিয়ে বিক্রি করি। এ মাছ চারটি বিক্রি করতে তেমন বেগ পেতে হয়নি। কমবেশি যাই হোক এ অঞ্চলের মানুষ বড় মাছ পেলেই ক্রয় করেন।’

আড়ানী পৌর বাজার এলাকার আজাম্মেল হক বলেন, ‘প্রতি কেজি ৮০০ টাকা দরে আমরা কয়েকজন মিলে মাছ ক্রয় করে ভাগ করে নিয়েছি। মাছগুলো দেখে নদীর মাছ মনে হওয়ায় ক্রয় করেছি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর