হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ধরা খেয়ে তাঁদের জরিমানা গুনতে হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদরের বড় বাজার, মিরপুর ওয়াপদা বাজার ও কড্ডা মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসে রং মেশানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

সহকারী পরিচালক বলেন, ‘ছুটির দিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি করছিল। এভাবেও যে রং মেশানো হয়, এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াপদা বাজারের জুলমত মাংসের দোকানকে ৫ হাজার এবং কড্ডা মোড়ের রেজাউল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও বলেন, এ ছাড়া কেউ ওজনে কারচুপি করছে কিনা, মূল্যতালিকা প্রদর্শন করছে কিনা, গাভির মাংস ষাঁড় বলে বিক্রি করছে কিনা এসব বিষয়েও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর