হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ধরা খেয়ে তাঁদের জরিমানা গুনতে হয়েছে। 

আজ শুক্রবার সকালে সদরের বড় বাজার, মিরপুর ওয়াপদা বাজার ও কড্ডা মোড় এলাকায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংসে রং মেশানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। 

এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ। 

সহকারী পরিচালক বলেন, ‘ছুটির দিনে মাংসের দোকানে চাপ বেশি থাকে। এ সুযোগে তারা গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি করছিল। এভাবেও যে রং মেশানো হয়, এটা আগে জানতাম না। পরে অভিযান চালিয়ে মিরপুর ওয়াপদা বাজারের জুলমত মাংসের দোকানকে ৫ হাজার এবং কড্ডা মোড়ের রেজাউল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

তিনি আরও বলেন, এ ছাড়া কেউ ওজনে কারচুপি করছে কিনা, মূল্যতালিকা প্রদর্শন করছে কিনা, গাভির মাংস ষাঁড় বলে বিক্রি করছে কিনা এসব বিষয়েও তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন