হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ-২ আসনে জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে ২৩ তারিখের মধ্যে আপিল জমা দিতে হবে। আপিল নিশ্চিত করা হবে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ ছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণা করার পর যাঁদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ঘোষণা করা হয়েছে, নতুন করে তাঁদের মনোনয়নপত্র দাখিল করতে হবে না, জামানতের অর্থও জমা দিতে হবে না।

নির্বাচন অফিস আরও জানায়, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ১, মহিলা ৭ লাখ ৮৭ হাজার ১৩ এবং হিজড়া ১ জন। পত্নীতলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ধামইরহাট ও পত্নীতলা আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন স্থগিত করা হয়।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ