হোম > সারা দেশ > রাজশাহী

বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দোকানপাট খোলার ঘোষণা

প্রতিনিধি, রাজশাহী

নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহীতে আগামী বৃহস্পতিবার থেকেই দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে দোকান মালিক সমিতির রাজশাহী জেলা শাখার এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ জন্য সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। 

সংবাদ সম্মেলনে সমিতির রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সহসভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মনজুর হোসেন চুমকু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির রাজশাহী শাখার সভাপতি জয়নাল আবেদীন চাঁদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, টানা লকডাউনে তাঁদের পথে বসার উপক্রম। পুঁজি হারিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই ৫ আগস্ট থেকে তাঁরা দোকানপাট খুলতে চান। দোকানপাট খুলতে না দিলে তাঁরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 

ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার ১০ তারিখ পর্যন্ত লকডাউন বৃদ্ধি করেছে। এ অবস্থায় এমন সিদ্ধান্ত তো হতে পারে না। আর ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আলাপ করেননি। আমার ইন্টিলিজেন্সও জানায়নি। আমি আগে জানি, তারপর সিদ্ধান্ত।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন