হোম > সারা দেশ > রাজশাহী

বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দোকানপাট খোলার ঘোষণা

প্রতিনিধি, রাজশাহী

নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহীতে আগামী বৃহস্পতিবার থেকেই দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে দোকান মালিক সমিতির রাজশাহী জেলা শাখার এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ জন্য সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। 

সংবাদ সম্মেলনে সমিতির রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সহসভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মনজুর হোসেন চুমকু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির রাজশাহী শাখার সভাপতি জয়নাল আবেদীন চাঁদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, টানা লকডাউনে তাঁদের পথে বসার উপক্রম। পুঁজি হারিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই ৫ আগস্ট থেকে তাঁরা দোকানপাট খুলতে চান। দোকানপাট খুলতে না দিলে তাঁরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 

ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার ১০ তারিখ পর্যন্ত লকডাউন বৃদ্ধি করেছে। এ অবস্থায় এমন সিদ্ধান্ত তো হতে পারে না। আর ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আলাপ করেননি। আমার ইন্টিলিজেন্সও জানায়নি। আমি আগে জানি, তারপর সিদ্ধান্ত।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার