হোম > সারা দেশ > রাজশাহী

বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দোকানপাট খোলার ঘোষণা

প্রতিনিধি, রাজশাহী

নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহীতে আগামী বৃহস্পতিবার থেকেই দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে দোকান মালিক সমিতির রাজশাহী জেলা শাখার এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ জন্য সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। 

সংবাদ সম্মেলনে সমিতির রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সহসভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মনজুর হোসেন চুমকু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির রাজশাহী শাখার সভাপতি জয়নাল আবেদীন চাঁদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, টানা লকডাউনে তাঁদের পথে বসার উপক্রম। পুঁজি হারিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই ৫ আগস্ট থেকে তাঁরা দোকানপাট খুলতে চান। দোকানপাট খুলতে না দিলে তাঁরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 

ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার ১০ তারিখ পর্যন্ত লকডাউন বৃদ্ধি করেছে। এ অবস্থায় এমন সিদ্ধান্ত তো হতে পারে না। আর ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আলাপ করেননি। আমার ইন্টিলিজেন্সও জানায়নি। আমি আগে জানি, তারপর সিদ্ধান্ত।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল